Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৩/১০/২০২২

পীড়ন বল ও শ্যাফট।স্ট্রেংথ অব ম্যাটেরিয়ালস

 শিয়ার স্ট্রেস, পীড়ন, শ্যাফট,টর্ক, শ্যাফট পাওয়ার


ডুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি,উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল চাকরির প্রস্তুতি, স্ট্রেংথ অব ম্যাটেরিয়ালস, বুয়েট প্যাটার্ণ মেকানিক্যাল চাকরির প্রস্তুতি। 

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রেংথ অব ম্যাটেরিয়াল সূত্র

সলিড শ্যাফট এর জন্য শিয়ার স্ট্রেস নির্ণয়ের সূত্র কোনট? 

Ss= 16T/πD3 ( এখানে T= টর্ক D= শ্যাফটের ব্যাস)


ফাঁপা শ্যাফটের জন্য শিয়ার স্ট্রেস নির্ণয়ের সূত্র কোনটা? 

Sh= 16TD/π(D^4-d^4)

টরশনাল অ্যাংগেল বা মোচড় কোণ নির্ণয়ের সূত্র কোনটা? 

মোচড় কোণ = TL/GJ  (G এর মান 85 KN/mm2,T= টর্ক)

এখানে L = πD^4/32


পোলার মোমেন্ট অব ইনার্শিয়া এর সূত্র কোনটা? 

J = πD^4/32

ফাঁপা শ্যাফটের জন্য 

J= π(D^4-d^4)/32



 শ্যাফটের পাওয়ার নির্ণয়ের সূত্র 

P= 2πNT ( যদি টর্কের মান N-M ও ঘূর্ণন এর মান rps এ থাকে) পাওয়ার এর এক হবে watt)

P=  2πNT/746  (যদি টর্কের মান N-M ও ঘূর্ণন এর মান rps এ থাকে) পাওয়ার এর এক হবে HP)


P= 2πNT/4500 (যদি টর্কের মান kg-m ও ঘূর্ণন এর মান rpm এ থাকে) পাওয়ার এর এক হবে HP


P= 2πNT/550 (যদি টর্কের মান Ib-ft ও ঘূর্ণন এর মান rps এ থাকে) পাওয়ার এর এক হবে HP)


কোন বস্তু বা তারের নিজস্ব ওজন নির্ণয়ের সূত্র কী?

W= pAL ( p = বস্তুর ঘনত্ব, A= ক্ষেত্রফল, L = দৈর্ঘ্য) 


কোন বস্তুর উপর লোডের কারণে দৈর্ঘ্য বৃদ্ধির সূত্র কী? 

উত্তরঃ l= PL/AE ( P= power, l = দৈর্ঘ্য বৃদ্ধি, L = আদি দৈর্ঘ্য, A= ক্ষেত্রফল, E= ইয়াং মডুলাস) 


টরশন কী?

যখন কোন বস্তুর এক প্রান্ত আবদ্ধ রেখে অন্য প্রান্তে এমনভাবে বল প্রয়োগ করা হয় যাতে দন্ডটি মোচড়াতে থাকে তাকে টরশন বলে। 

টর্ক কী? 

কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে এমন ক্রিয়া সৃষ্টি হয় যেন বস্তুটি কোন অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে টর্ক বলে।

টর্কের সূত্র: 

T= F×r

মোচড় কোণ কাকে বলে? 

টর্ক প্রয়োগের ফলে কোন শ্যাফটের এক প্রান্ত তার অপর প্রান্তে সাথে L দৈর্ঘ্যের উপর যে কোন সৃষ্টি করে তাকে  মোচড় কোণ বলে। 

এক্সেল কাকে বলে?

দৈর্ঘ্য অক্ষের চতুর্দিকে না আবর্তিত হয়ে যে দন্ড এক স্থান হতে অন্য স্থানে ক্ষমতা পরিবহন করে তাকে এক্সেল বলে।


শ্যাফট কাকে বলে?

যেকোন দৈর্ঘ্যের চতুর্দিকে আবর্তনশীল যে দন্ড বেল্ট পুলি অথবা গিয়ারের সাহায্যে এক স্থান হতে অন্য স্থানে ক্ষমতা পরিবহন করে তাকে শ্যাফট বলে।

শ্যাফট কত প্রকার ও কী কী? 

উত্তর: শ্যাফট দুই প্রকার 

ট্রান্সমিশন শ্যাফট ও  মেশিন শ্যাফট।