নোবেলজয়ীদের নাম ২০২২
চিকিৎসায় নোবেল
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন কে?
উত্তরঃ সাভান্তে পাবো
নোবেলবিজয়ী সাভান্তে পাবো কোন দেশের নাগরিক?
উত্তর: সুইডেনের
সাভান্তে পাবো কোন বিষয়ে নোবেল পুরষ্কার পান?
উত্তর: চিকিৎসা বিজ্ঞানে
সাভান্তে পাবো কোন বিষয়ে নিয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার পান?
উত্তর: বিলুপ্ত হোমিন জিমোন ও মানবজাতির বিবর্তন।
কোন বাংলাদেশীর নাম নোবেল পুরষ্কার ২০২২ এর জন্য মনোনয়ন দেয়া হয়?
উত্তর: ড. রায়ান সাদী
2022 সালে পদার্থে নোবেল পেলেন কত জন?
উত্তর: তিন জন।
২০২২ সালে পদার্থে নোবেল পেয়েছেন কোন তিনজন?
উত্তর: অ্যালাইন আসপেক্ট (ফ্রান্স), জন এফ ক্লাউসের(যুক্তরাষ্ট্র), অ্যান্টন জেইলিঙ্গার (অস্ট্রিয়া)
কোন বিষয়ে গবেষণার জন্য এবার পদার্থ বিজ্ঞানে নোবেল দেয়া হয়?
উত্তর: কোয়ান্টাম মেকানিক্স
সাহিত্যে নোবেল পুরষ্কার ২০২২ কে পেয়েছেন?
উত্তর: ফরাসি লেখক অ্যানি আর্নেক্স
রসায়নে নোবেল পেলেন যারা
কে ব্যারি শার্পলেস, মর্টেন মেলডাল, ক্যারোলিন আর বার্তোজ্জি।
কোন বিষয়ে গবেষণার জন্য এবার রসায়নে নোবেল দেয়া হয়?
উত্তর: ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল বিষয়ে গবেষণার জন্য।
No comments:
Post a Comment