কম ও বেশি বেতনের দেশ


 কোন দেশে চাকরির বেতন সবচেয়ে বেশি? 

সুইজারল্যান্ড এর পরিশ্রমের মূল্য সবথেকে বেশি। সুইজারল্যান্ডের চাকরিজীবীদের গড় মাসিক বেতন  ছয় হাজার ডলার এর বেশি।

বেশি বেতন দেয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। 


সবচেয়ে কম বেতন কোন দেশে দেয়া হয়?

সবচেয়ে কম বেতনের দেশ সিয়েরা লিওন। 


তবে ওয়ার্ল্ড ডেটা অনুযায়ী গড় মাথাপিছু আয়ের দিক থেকে ইউরোপের ছোট্ট দেশ মোনাকো প্রথম।আর সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ আফগানিস্তান।

বিভিন্ন দেশের বেতন সম্পর্কে,সবচেয়ে বেশি বেতনের দেশ


Previous Post Next Post