ফার্মাসিস্ট নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
মেডিক্যাল এসিস্ট্যান্ট ও ফার্মাসিস্ট নিয়োগ প্রস্তুতি
বিএমডিসির কাজ কী?
উত্তর: ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিক্যাল এসিস্ট্যান্টদের নিবন্ধন দিয়ে থাকে।
গ্রীষ্মমণ্ডলীয় জীবানু বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করে কে?
উত্তর: WB
বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে ক্যাপসুল কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
কোন ভিটামিন পানিতে অদ্রবণীয়?
উত্তর: ভিটামিন-ই
ভিটামিনের অপর নাম কী?
উত্তর: খাদ্যপ্রাণ
একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে?
উত্তর: ৪২ কেজি।
ঐতিহাসিকদের মতে প্রথম ফার্মাসিস্ট ছিলেন?
উত্তর: গ্যালেন
পেশীতন্ত্র কয়ধরনের পেশিকলার সমন্বয়ে গঠিত?
উত্তর: তিনটি
খাদ্যে মোট উপাদান কয়টি?
উত্তর: ৬ টি।
ইসিজি কেন করে?
উত্তর: সম্ভাব্য হার্টঅ্যাটাক সম্পর্কে সতর্ক সংকেত দেয়।
কোন ভিটামিনের অভাবে সাময়িক বন্ধ্যাত্ব হয়?
উত্তর: ভিটামিন-ই
ইয়েলো লোটাস এর বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: Nelumba lutea wild.
এশিয়ান পদ্মফুলে বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: Nelumbo nucifera Garetner.
চাঁদে বস্তুর ভর পৃথিবী হতে বেশি না কম?
উত্তরঃ কম।
‘বিগ ব্যাং থিওরী’ কী?
উত্তর: মহাবিশ্ব সৃষ্টির সময়ের মহাবিস্ফোরণ। যখন একই সাথে স্থান, সময় ও
পদার্থ সৃষ্টি হয়েছে। জর্জ লেমিটেয়ারকে বিগ ব্যাং থিওরীর প্রবক্তা বলা হয়।
TMV এর দৈর্ঘ্য প্রস্থের কতগুন?
উত্তর: ১৭ গুন।
কেমোথেরাপি কী?
উত্তর: রাসায়নিক পদার্থের প্রয়োগের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকে কেমোথেরাপি
বলে। কেমোথেরাপির জনক হলেন পল এহলিক।
নবায়নযোগ্য শক্তি বলতে কী বুঝায়?
উত্তর: যে শক্তি একবার শেষ হয়ে গেলেও চার্জের মাধ্যমে পুনরায় নবশক্তিতে পরিণত করা
যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন: স্টোরেজ ব্যাটারি ও পারমুটিট ইত্যাদি ।
সামুদ্রিক জলোচ্ছ্বাস কী?
উত্তর: সমুদ্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাতাস সমুদ্রের উপর বল প্রয়োগ করে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি
করে যাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে।
এইডস (AIDS) কী?
উত্তর: AIDS এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome. এটি একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। যা ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়।
নিউট্রন তারকা কী?
উত্তর: অত্যন্ত ঘনীভূত নিউট্রন কণিকা দ্বারা সৃষ্ট ক্ষুদ্রাকৃতির তারকা হল নিউট্রন তারকা।
ক্লোরোফিল কী?
উত্তর: উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক হলো ক্লোরোফিল।
২০২০ সালে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন চিকিৎসকের নাম কী?
উত্তর: ডা. রুহুল আবিদ।
ফুসফুস হতে O2 যুক্ত রক্ত হৃদপিন্ডে নিয়ে আসে কে?
উত্তর: ধমনী।
মানবদেহ কয়টি তন্ত্র মিলে গঠিত হয়?
উত্তর: ৯ টি।
ওজোনস্তর কী?
উত্তর: ওজোন অক্সিজেনের একটি রূপভেদ। এর সংকেত O3, ভূ-পৃষ্ঠ থেকে ৬৫ মাইল
উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্থরকে ওজোন স্থর বলে।
আয়ন স্থর কী?
উত্তরঃ মেসোমণ্ডলের ওপরের স্থর আয়নস্থর নামে পরিচিত। এর ব্যাপ্তি ভূ-পৃষ্ঠের ৮০ কিলোমিটার উর্ধ্ব হতে ৬৪৪ কিলোমিটার পর্যন্ত ।
সৌরশক্তি কী?
উত্তরঃ সূর্য থেকে প্রাপ্ত শক্তিই সৌর শক্তি। সূর্য হতে ফিউশন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন
হয়।
এসিড বৃষ্টি কী?
উত্তরঃ শিল্প-কারখানা অঞ্চলে বৃষ্টির পানির সাথে যে এসিডিক পলি মাটিতে পতিত হয় তাই এসিড বৃষ্টি।
অতিরিক্ত সাবান ব্যবহারে পুকুরের পানিতে কী ক্ষতি হয়?
উত্তর: সাবানে থাকে সোডিয়াম স্টিয়ারেট। যা পুকুরের ইকোসিস্টেম নষ্ট করে খাদ্যচক্র
ক্ষতিগ্রস্ত করে।
সুষম খাদ্য কাকে বলে?
উত্তর: খাদ্যের উপাদানসমূহের নির্দিষ্ট অনুপাতের সংমিশ্রণে যে খাদ্য প্রস্তুত করা হয় তাকে
সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের উপাদান ৬ টি।
কোলেস্টেরল কী?
উত্তর: কোলেস্টেরল অ্যালকোহল জাতীয় এক ধরনের স্টেরয়েড। শরীরের চর্বি হতেই কোলেস্টেরলের উৎপত্তি।
কৃত্রিম বস্তু দ্বারা তৈরি ব্যাগ পরিবেশে কী দূষণ ঘটায়?
উত্তর: কৃত্রিম বস্তু বা পলিথিনতাতীয় যৌগের তৈরি ব্যাগ পানিতে বা মাটিতে পচে না। ফলে পানি নিষ্কাশন ও চাষাবাদে ব্যাঘাত ঘটায়।
আরো পড়ুন
মেডিক্যাল এসিস্ট্যান্ট চাকরির প্রস্তুতি
Leave a Comment