বায়ুমন্ডল সম্পর্কে সাধারণ জ্ঞান
বায়ুমন্ডলের স্তর চারটি।ওজন স্তরের রং গাঢ় নীল। ওজন স্তর বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফেয়ার অঞ্চলের ক্ষতি করে।সূর্য হতে যে অতিবেগুনী রশ্মি পৃথিবীতে বসে তা স্ট্যাটোসমন্ডল শোষণ করে।আর বায়ুস্তরের ট্রপোমণ্ডলে বজ্রপাত ঘটে থাকে।
পৃথিবীর বায়ুমন্ডল ও বারিমন্ডল সম্পর্কে আরো বিস্তারিত পড়ুন বায়ুমন্ডলের বিভিন্ন স্তর
বায়ুর চাপ সম্পর্কে সাধারণ জ্ঞান
বায়ু সব দিক থেকে আমাদের চাপ দেয়।প্রতি বর্গইঞ্চিতে বায়ুর চাপ ১৪.৭২ বা ৬.৭ কেজি।পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপের পরিমাণ ১০.৩০ মিটার।পাম্পের সাহায্যে পানি সর্বোচ্চ ৩৪ ফুট বা ১০ মিটার উচ্চতা পর্যন্ত তোলা যায়। বায়ুর চাপ প্রতি বর্গসেন্টিমিটারের ১০ নিউটন। সমুদ্রপৃষ্টে বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সে.মি। বায়ুর চাপ সাধারণত বেশি থাকে ঠান্ডা ও শুষ্ক থাকলে। ব্যারোমিটারে পারদের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। কারণ বায়ু উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয় যখন কোন জায়গায় বায়ুর চাপ কমে যায় তখন উচ্চ চাপের বায়ু নিম্ন বায়ুর চাপ জোনে চলে আসে এবং ঝড়ে সৃষ্টি হয় আর
বিভিন্ন ধরনের বায়ুর নাম
নিয়ত বায়ু কাকে বলে?
: উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে প্রতিনিয়ত প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে।
অয়ন বায়ু কাকে বলে?
: কর্কটীয় ও মকরীয় উচ্চ চাপের অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপের অঞ্চলে সদা প্রবাহিত বায়ুকে অয়ন বায়ু বলে।
মৌসুমি বায়ু কাকে বলে?
: মৌসুমি বায়ু সৃষ্টি হয় সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে।
সাইমুম কাকে বলে?
আরব মরুভূমি ও সাহারা মরুভূমির বায়ুকে সাইমুৃম বলে।
হ্যারিকেন কাকে বলে?
পশ্চিম ভারতীয় দীপপুঞ্জ,ওয়েস্ট ইন্ডিজ ও মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঝড়কে হারিকেন বলে।
আফ্রিকান টর্নেডো কী?
পশ্চিম আফ্রিকার গিনি দ্বীপপুঞ্জে যে ঝড় হয়।
লিন্ডা কাকে বলে?
উত্তর: থাইল্যান্ডের সামুদ্রিক ঝড়কে।
টাইফুন কাকে বলে?
চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে টাইফুন বলে।
বিমান চালানো বিপদজনক আর্দ্র বায়ু বা মেঘমুক্ত বায়ুর মধ্য দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন