রাসূলের আপন ও পর আত্মীয় যারা
আমরা জানি হযরত মোহাম্মদ সাঃ এর বাবার নাম আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুল মুত্তালিব। তো আব্দুল মোত্তালিবের ছিল ছয় জন স্ত্রী।
আবদুল মুত্তালিবের ৬ টি স্ত্রীর নাম হলো
১. সুমরা বিনতে জুনদাব: সুমরা ছিল আবদুল মুত্তালিবের প্রথম স্ত্রী। মাত্র একটি সন্তান ছিল সুমরার নাম "আল হারিথ"।
২. লুবনা বিনতে হাজর: লুবনা ছিল মুত্তালিবের দ্বিতীয় স্ত্রী। রাসূলের বিতর্কিত ও বহুল আলোচিত চাচা আবু লাহাব যার নামে কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে সে ছিল লুবনা বিনতে হাজর এর সন্তান। রাসূলের সৎ চাচা।
৩. ফাতিমাহ বিনতে আমর: ফাতিমাহ বিনতে আমর রাসূলের আপন দাদির নাম। রাসূলের বাবা আব্দুল্লাহ, আবু তালিব, আয-জুবায়ির ছিল আপন ভাই। রাসূলের আপন চাচা আবু তালিব রাসূলের বিবাহ দেন।রাসূলকে আবু তালিব ভালবাসতেন।আবু তালিবের ছেলে ছিল রাসূল সাঃ এর জামাতা অর্থাৎ ফাতেম (রাঃ) এর স্বামী হযরত আলী (রাঃ) ।হযরত মোহাম্মদ সাঃ এর আপন ফুফুদের নাম ছিল যথাক্রমে উম্মে হাকিম,বররাহ,আরওয়া, আতিকা,উমামা।
৪. হালাহ্ বিনতে ওহাব: হালাহ্ এর গর্ভে জন্ম নেন রাসূলের সৎচাচা হামজা। যিনি প্রথমে ইসলামের বিরোধিতা করলেও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন।রাসূলের সৎ ফুফু সাফিয়াহ্ হালাহ্ এর গর্ভে জন্ম নেন।
৫. নাতিলা বিনতে জানব: নাতিলার গর্ভে জন্ম নেয় " আল আব্বাস"।
৬. মুমান্না বিনতে আমর : কোন সন্তান ছিল না।
No comments:
Post a Comment