যে সূত্রে আকাশে বিমান উড়ে
মাথার উপর দিয়ে যাত্রী নিয়ে বিমান,প্লেন উড়োজাহাজ উড়ে যায় শো শো শব্দ করে। কিন্তু কিভাবে বিমান উড়ে?আকাশে প্লেন উড়ার টেকনিক্যাল শর্তগুলো কী কী?আজকে আমরা জানবো আকাশে পাখি হয়ে উড়ার সূত্র।
L=Cl 1/2 ρV2A
এখানে ρ= বাতাসের ঘনত্ব,
A= পাখার এরিয়া
V= ভেলোসিটি
L= লিফটিং ওজন
Cl= কোয়েফিসিয়েন্ট অব লিফট
লিফট কোয়েফিসিয়েন্ট নির্ভর করে প্রধানত চারটি বিষয়ের উপর যথা উইংস প্রোফাইল,ভিসকোসিটি,কম্প্রেসিবিলিটি, অ্যাংগেল অব এটাক। ধীরে বা জোড়ে উড়ার ব্যাপারটা লিফট কোয়েফিসিয়েন্ট এর উপর নির্ভর করে।
বাতাসের ঘনত্ব নির্ভর করে এটমোসফেরিক প্রেশার ও এটমোসফেরিক টেম্পারেচার এর উপর
চলুন এবার একটি অংক কষা যাক।
ধরুন লিফটিং ওজন L= 1157 kg
অভিকর্ষজ ত্বরণ g= 9.8 m/s
ভেলোসিটি V =30.9 m/s বা TAS= 60kt
বাতাসের ঘনত্ব ρ= 1.155 kg/m3 (2000 ft উপরে)
পাখার ক্ষেত্র ফল বা wings Area A= 16.2m2
Cl = কত ডিগ্রি?
1152×9.8= Cl×1/2×1.55×30.9×16.2
Cl= 1.27 বা angle of attack α=10.6°
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন