ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ কত প্রকার ও কি কি?
যখন কোন বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলতে থকে বা চলার চেষ্টা করে তখন ঐ বলে বিরুদ্ধে বা বিপরীত দিকে যে বাঁধা বলের সৃষ্টি করে তাকে ঘর্ষণ বল বলে।
ঘর্ষণ বল দুই প্রকার। ক. চল ঘর্ষণ বা Dynamic Friction খ. স্থির ঘর্ষণ বা Statics Friction
ঘর্ষণ সহগ কাকে বলে?
দুটি বস্তুর মধ্যকার সীমিত ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ সহগ বলে।একে মিও দ্বারা প্রকাশ করা মিও=F/R
ঘর্ষণ কোণ কাকে বলে?
দুটি স্পর্শ তলের আপেক্ষিক গতি অত্যাসন্ন হলে লম্ব প্রতিক্রিয়ার সাথে লব্ধি প্রতিক্রিয়া ও ঘর্ষণ ও ঘর্ষণ বলের প্রতিক্রিয়াতে যে কোণ সৃষ্টি করে তাকে ঘর্ষণ কোণ বলে μ=F/R=tanØ
প্রয়োজনীয় সূত্র
μ=F/R=tanØ
Pmin. এর ক্ষত্রে ঘর্ষণ বল F,P দিকে কাজ করে।
Pmax এর ক্ষেত্রে ঘর্ষণ বল F,P এর বিপরীত দিকে কাজ করে।
ঘর্ষণ বলের অংক
5 kg ভরের একটি বস্তু 30° হেলানো তলের উপর বসানো রয়েছে বস্তুটি উল্টে যাবে নাকি পিছলে উপরে উঠবে।
সমাধানঃ
পিছলানোর জন্য
+⬆ΣFy=0
R= 5Cos30=4.33 kg
F=μR=0.35×4.33=1.51 kg
+⬆ΣFx=0
P-F-5 Sin30=0
P=5Sin30+1.51
P= 4.01 kg
উল্টানোর জন্য
+⬆ΣMo=O
P×10-5Sin30×8-5Cos30×2=0
P=2.866 kg
যেহেতু পিছলানোর জন্য প্রয়োজন 4.01 kg বল আর উল্টানোর জন্য প্রয়োজন 2.866 kg বল।তাই বস্তুটি পিছলানোর পূর্বে উল্টে যাবে।
No comments:
Post a Comment