ওয়্যার রোপ বা দড়ির সামর্থ্য শক্তি নির্ণয়
একটি মেটালের তৈরি দড়ির বা Wire Rope এর স্ট্রেংথ বা সামর্থ্য শক্তি নির্ণয় পদ্ধতি নির্ণয় করতে হলে যা প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো।
অনেক সময় ক্রেন, পুলি,বা হুইল দিয়ে কোন ওজন উঠাতে গেলে দড়ি বা টানা তার ছিড়ে যায়।কারণ ওজন উঠাতে যে সামর্থ্যের ওয়্যার লাগবে তা না দেয়া।আমরা বুঝতে পারিনা দড়ি বা তারের দড়ি কতটুকু লোড নিতে পারবে? আজকে আমরা খুব সহজে তারের টানা সামর্থ্য নির্ণয় করবো।
মনে করা যাক কোন wire rope বা ধাতব তারের ব্যাস D= 12 mm ধাতব দড়িটি কতটুকু নিরাপদ লোড বা Safe working Load নিতে সক্ষম হবে?
সমাধান:
SWL=D2×12.4
Safe working load= (12)2×12.4
নিরাপদ লোড =1785.6 kg বা 1.785 ton
আমরা জানি কেজি একককে টনে কনভার্ট করতে ১০০০ দিয়ে ভাগ করতে হয়)
চলুন এবার জেনে নেব কোন দুই প্রান্তে বেঁধে wire rope sling দিয়ে লোড তোলার সময় কোন প্রান্তে কতটুকু টানা লোড পড়বে?
তারের টানা লোডের অংক
মনে করা যাক 8 ton ওজনের কোন ব্লককে একটি ওয়্যার রোপ দিয়ে তোলা হচ্ছে। রোপ দিয়ে ব্লকটিকে সমান দৈর্ঘ্যে দু প্রান্তে বাঁধা হলো। এর এক প্রান্তের তারের দৈর্ঘ্য L= 5 ft এবং মধ্য বরাবর উচ্চতা 3 ft হলে তারের টানা লোড কত হবে?
Step.1
L/H= 5/3
=1.67 ft
Step.2
প্রতি প্রান্তে টানা লোড = 1.67×1/2 times of block weight
= 1.67×(1/2×8)
=(1.67×4) ton
=6.67 ton
অতএব ওজন টি তুলতে রোপ ওয়্যার এর প্রত্যেক পাশে 6.67 ton করে লোড পড়বে।
No comments:
Post a Comment