শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার (৮ আইটি) শীর্ষক প্রকল্প
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)


এক ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি লাগে?

উত্তর: ৯৪ পাউন্ড ব্যাগ সিমেন্ট এর জন্য  ৫ থেকে ৭ গ্যালন পানি দরকার হয়।

খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতে কোন পাথর ব্যবহৃত হয়?

উত্তর: ক্যালসাইট ও ডোলামাইট

ইট পোড়ানো হয় কত তাপমাত্রায়?

উত্তর: ৮০০ থেকে ১১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 


সেগুন কাঠে ছত্রাক আক্রান্ত করে না কেন?

উত্তর: টেককুইনন এর কারণে

হাতে মিশ্রণ পদ্ধতিতে সিমেন্ট কত শতাংশ বেশি লাগে?

উত্তর: ১০%

হালকা পুরুত্বের কাঠের পাতকে কি বলা হয়?

উত্তর: প্লাইউড 

ছাদের পানি চুয়োনো বন্ধের জন্য কি দিয়ে আবৃত করা হয়?


ফেরো সিমেন্ট পানির ট্যাংক তৈরিতে কি ব্যবহৃত হয়?

উত্তর: হ্যাঁ

সুরকি কোন ধরনের এডমিক্সচার?

উত্তর: অতিরিক্ত সামর্থ্য শক্তি সহায়ক

 একটি 25”×16” আয়তাকার কলামে 12.48 in2 খাড়া রড ব্যবহার করা হয়েছে।fic - 4kip/in2, f =20kip/in? হইলে লোডের পরিমান কত?

বীম ও কলামের মাঝে ৫টি পার্থক্য লিখুন।

কোর্স এগ্রিগেটের আকার কত?

উত্তর: ৯.৫ মিমি থেকে ৩৭.৫ মিমি

সিমেন্টের Final Setting time কত?

উত্তর: ১০ ঘন্টার বেশি নয়।

ভাল পাথর আর্দ্রতা মুক্ত করার জন্য নির্মাণ কাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?

তারাজু কাজে কত মিলিমিটার আকারের মার্বেল পাথর ব্যবহার করা হয়?

তারাজু কাজে রঙিন সিমেন্ট মর্টারের অনুপাত কত?

উত্তম ইট প্রতি বর্গ মিটার কত টন চাপ সহ্য?


সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?

উত্তর: ৬৫০ ডিগ্রি সেলসিয়াস 

বাতাসের আয়তন ও কার্বন অংশের আয়তনের অনুপাতকে কি বলে?


আদ্রতা কমানোর জন্য মাটির গ্রহণযোগ্য তাপমাত্রা কত?

উত্তর: ১০৫ ডিগ্রি সেলসিয়াস 

সাধারণ প্লেট লোড টেস্টে সেটিং লোড হিসাবে প্রারম্ভে কি পরিমান লোড দেওয়া হয়?




সন্ধি বিচ্ছেদ করুন:

(ক) স্বাধীন

শুদ্ধরূপ লিখুন:

(ক) আশির্বাদ

অর্থসহ বাক্য রচনা করুন:

(ক) দুধের মাছি

কারক ও বিভক্তি নির্ণয় করুন:

(ক) টাকায় কি না হয়।

(খ) হস্তান্তর

(খ) আনুসঙ্গিক


বাংলা-১০

(গ) মহোৎসব

(গ) সুসম

(খ) তুলসী বনের বাঘ

(খ) তিলে তেল আছে।

ইংরেজি-১০

Fill in the gaps:

(a) You should not run-----debt

(b) He was deprived-------his paternal property.

(c) The goat was run-----by car.

(d) The second world war broke------

in 1939

ইংরেজিতে অনুবাদ করুন:

(a) আমি আপনাকে ভাত খাওয়াবো। (b) আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।

(C) সে কলেরায় মারা গিয়েছে।


সাধারণ জ্ঞান-১০

অর্থসহ বাক্য রচনা করুন:

(a) Red handed (b) No stone unturned (c) Go to the dogs

পূর্ণরূপ লিখুন: (a) CIRDAP (b) ECNEC

অসমাপ্ত আত্মজীবনী কার রচিত?

Covid- 19 রোগী প্রথম কোথায় দেখা যায়?

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি

Hi-Tech Park কি?


Digital Bangladesh Vision 2021 রূপকল্প কত সালে ঘোষণা করা হয়?

মুজিবনগর সরকার কত সালের কত তারিখে গঠন করা হয়?

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কত সালে উদ্বোধন করা হয়?

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?



Previous Post Next Post