ইলেকট্রক্যাল ম্যাথ এর সূত্র


সাংকেতিক চিহ্ন ও অক্ষর 

P= Power

V= Volatage

I= Current 

Req= Equivalent  Resistance 

R1= Value of Resister 1

R2= Value of Resister 2

C= Capacitance 

L= Inductance 

cos⊘ = Power Factor 


ভোল্টেজ নির্ণয়ের সূত্র 

V= IR বা V= P/I বা V=√(P×R)


কারেন্ট নির্ণয়ের সূত্র 

I= P/V বা I=√(P/R) বা I= V/R


রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র 

R= V/I বা R= V2/P বা R= P/I2


ইলেকট্রিক  পাওয়ার নির্ণয়ের সূত্র বাসাবাড়ি  বা দুই ফেজ বিশিষ্ট এমন

P= VI বা  P= I2R বা P= V2/R

সিরিজ রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র 

Req= R1+R2


প্যারালাল রেজিস্ট্রার নির্ণয়ের সূত্র 

Req= RR/ R1+R2


ক্যাপাসিটর নির্ণয়ের সূত্র

সিরিজ ক্যাপাসিট্যান্স  

Ceq= C1+C2

প্যারালাল ক্যাপাসিট্যান্স

Ceq= CC/ C1+C2

ইনডাকট্যান্স নির্ণয়ের সূত্র

সিরিজ ইনডাকট্যান্স

Leq= L1+L2

প্যারালাল ইন্ডাকট্যান্স নির্ণয়ের সূত্র

Leq= LL/ L1+L2

পাওয়ার ফ্যাক্টর ও   ফেজ ভিত্তি অনুসারে পাওয়ার এর সূত্র 

P= VI cos⊘ ( দু ফেজ এর ক্ষেত্রে) 

P= √3 VI cos⊘ ( তিন ফেজের ক্ষেত্রে) 

উপরিউক্ত সূত্র দিয়ে পাওয়ার, লাইন ভোল্টেজ, লাইন কারন্ট ও পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা সম্ভব। 


Star To Delta নির্ণয়ের সূত্র 

star to delat formula


ডেল্টা টু স্টার নির্ণয়ের সূত্র 

গুরুত্বপূর্ণ কিছু ইলেকট্রিক্যাল সূত্র


Previous Post Next Post