গ্যামেট কাকে বলে?

জীবদেহে অবস্থিত শুক্রাণু ও ডিম্বাণুকে গ্যামেট বলে।গ্যামেটের মিলনের ফলে নিষেক সম্পন্ন হয় এর ফলে নতুন জীব জন্মলাভ করে।

গ্যামেট দুই প্রকার

১৷ পুং গ্যামেট

২। স্ত্রী গ্যামেট 

পুং গ্যামেট বা পুরুষ গ্যামেটোফাইট মাইক্রস্পোর বা পরাগরেণু থেকে সৃষ্টি হয়। আর স্ত্রী গ্যামেটোফাইট ডিম্বাণু, সহকারী কোষ, গৌণ নিউক্লিয়াস  ও প্রতিপাদ কোষ নিয়ে গঠিত হয়। 

গ্যামেট।Gamete


Previous Post Next Post