ভালবাসার কবিতা
বাসনা
পুরুষকে খেতে চায়, বলতে লজ্জা পায়
কিন্তু বলতেতো মন চায়
বলতে পারি না কারণ আমার ভয়
যদি রাজি না হয়।
বুক ধুক ধুক করে পা কাঁপে তবুও চায়
শুধু চায়, মন চায়, বলতে পারি না।
মন চায় কেউ কামড় বসাক ঠোঁটে
কিছুটা ফুলে যাক,
ভালবাসতে হবে না শুধু কামড় বসাও
এমনিতেও বাসবে না কেউ
আমিতো কালো,শোনো
কালো মেয়ের শরীরও নরম হয়
গরম হয়, শীতল হয়,কোমল হয়,
শুধু কালো দেখায়।
কালো মেয়েও জানে চুমু দিতে
পুরুষের মাথাটা বুকে চেপে ধরতে
আর ভালোবাসতে,
শুধু ভালবাসতে।
ভালবাসার বিবর্তন
কচি বয়স তখন আঠারো ছুঁই ছুঁই
প্রস্তাব দিলে রাজি হয়ে গেলাম আমি,
শুধু চুমু দিতে রাজি ছিলাম আর কিছু না
তুমিও ভয়ে চাও নি।
একান্তে ভালবাসার জায়গা কই?
এতো বড়ো পৃথিবী তবুও জায়গা নেই,
শুধু জায়গা ভর্তি মানুষ
শুধু মানুষ আর মানুষ।
তারাও ভালবাসে একান্তে
আমাদের দেয় নি সুযোগ
আমি এখন একান্তে ভালবাসি
ছোট্ট রুমে আমি আর স্বামী।
আর কোন মানুষ নেই এখানে
কিন্তু তোমার সাথে দেখা হলে মানুষ দেখতাম,
শুধু মানুষ আর মানুষ
বাঁকা চোখে তাকানো মানুষ।
No comments:
Post a Comment