Translate

হযরত মোহাম্মদ এর পূর্ণ নাম কী

 হযরত মোহাম্মদ এর বিভিন্ন নাম

হযরত মোহাম্মদ (সা:) এর পুরো নাম "আবু আল-কাশেম  মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদ আল-মুত্তালিব ইবনে হাশেম"।

হযরত মোহাম্মদ সাঃ কে মুসলিম  উম্মাহ বিভিন্ন প্রশংসাসূচক  নামে সম্বোধন করে থাকে।তাছাড়া মহান আল্লাহ পবিত্র কোরআনে হযরত মোহাম্মদ সাঃ কে বিভিন্ন নামে সম্বোধন করেছেন।

যেমন,  রাসূল, আহমদ,মোহাম্মদ, মোস্তফা, হামিদ,বাশির, নাদির, নবী, আল-আমিন, দাঈ,শাফি,হাবিব, নাসির, তৈয়ব, মুদ্দাসসির,করীম, মুবাশ্বির, মুদাক্কির, হাকিম,সায়্যিদ এছাড়াও হযরত মোহাম্মদ সাঃ এর আরো অনেকে প্রশংসাসূচক ডাক নাম রয়েছে। 


হযরত মোহাম্মদ এর পূর্ণ নাম কী


0 Comments: