হযরত খাদিজার অজানা পরিচয়
হযরত খাদিজা (রাঃ) এর জন্ম ও মৃত্যু কত সালে?
উত্তর: হযরত খাদিজা রাঃ জন্ম ৫৫৫ সালে মৃত্যু: নভেম্বর ৬১৯ সালে।
খাদিজা রাঃ এর পিতার নাম কী?
উত্তর: খাওলাদ ইবনে আসাদ। তিনি মক্কার কুরাইশ বংশের নেতা ছিলেন। এবং একজন সফল ব্যবসায়ী ছিলেন।
হযরত খাদিজার প্রথম স্বামীর নাম কী ছিল?
উত্তর: আতিক আল মাখজুমি
হযরত খাদিজার দ্বিতীয় স্বামীর নাম কী?
উত্তর: মালেক ইবনে আত-তামেমী।
হযরত খাদিজার পুত্র ও কন্যা সন্তানদের নাম কী কী?
উত্তর: আতিক আল মাখজুমির ঘরে এক কন্যা নাম " হিন্দাহ"
মালেক ইবনে আত-তামেমীর ঘরে হিন্দ ুএবং হালাহ্।
হযরত মোহাম্মদ এর ঘরে: আব্দুল্লাহ, আল-কাশেম,জয়নব,ফাতিমা, রুকাইয়া, উম্মে কুলসুম ,
হযরত খাদিজার মাতার নাম কী ছিল?
উত্তর: ফাতিমা বিনতে যাইদাহ্। হযরত মোহাম্মদ সাঃ এ মা আমিনা ও হযরত মোহাম্মদ এর শ্বাশুড়ি পরস্পরের চাচাতো বোন।
খাদিজা রাঃ এর বোনের নাম কী?
উত্তর: উমে হাবিব বিনতে আসাদ
0 Comments:
Post a Comment