শহর-ই ঘলঘোলা কী?

এটা একটি ফার্সি শব্দ যার বাংলা অর্থ  "নৈঃশব্দের শহর"  

আফগানিস্তানের উপত্যাকা বামিয়ান শহরে ১২১ সালে মোঙ্গল সম্রাট চেঙ্গিস খান আক্রমণ চালায়। চেঙ্গিস খনের আক্রমণে শহরে সব মানুষ মারা যায়। তারপর থেকে বামিয়ান শহরকে শহর-ই ঘলঘোলা বা নৈঃশব্দের শহর বা আর্তনাদের শহর নামে ডাকা হয়।

শহর ই ঘলঘোলা


Previous Post Next Post