ধর্মে বেল গাছের গুরুত্ব
বেল গাছ খুবই পরিচিত একটি গাছ।বেল ফলকে "শ্রী ফল" বলা হয়।শ্রী শব্দের অর্থ পবিত্র। অর্থাৎ বেল ফলকে পবিত্র ফল নামে অবিহিত করা হয়।বেল পাতা, ফল, ও গাছের বেশ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে।পূজায় বেল পাতার ব্যবহার রয়েছে।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, "ভগবান শিবের পত্নী দেবী পার্বতীর ঘামের ফোঁটা থেকে বেল গাছের জন্ম হয়।"
হিন্দু ধর্মে আরো বিশ্বাস করা হয় যে, বেল গাছ ভগবান শিবের খুবই প্রিয়। বেলের একটি পাতার যে তিনভাগে বিভক্ত অংশ রয়েছে তা শিবের তিন চোখ বোঝায়।আবার পুরাণে আছে, বেল পাতার তিন অংশ দ্বারা ত্রিতত্ত্ব বোঝায় অর্থাৎ ব্রাহ্মা, বিষ্ণু, মহেশ।
বেল গাছের সমার্থক শব্দ
শ্রীফল, শিবদ্রুম, কপীতন,কর্কোটক, মালূর, বিল্ব,বিল্ববৃক্ষ,মালূর,শাণ্ডিল্য, সত্যফল,সুভদ্রক
![]() |
বেলপাতা দিয়ে পূজা |
আরো পড়ুন
No comments:
Post a Comment