বাইকনূর কসমোড্রম কী? বাইকনূর কসমোড্রম কোথায় অবস্থিত?
বিশ্বের প্রথম ও বৃহত্তম মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের নাম বাইকনুর কসমোড্রম ১৯৫০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন এটি নির্মাণ করে। বাইকনুর কসমোড্রম রাশিয়ার মস্কো শহর থেকে প্রায় ২১০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে কাজাখস্তানের উষ্ণ ধুলিপূর্ণ স্তেপভূমিতে স্থাপিত। কাজাখস্তানি অবস্থিত হলেও এটি নিয়ন্ত্রণ করে রাশিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন