দিল্লির ধার্মিক সুলতান নাসিরুদ্দিন মাহমুদ 

সুলতান নাসিরুদ্দিন দিল্লির  দাসবংশের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক এর বংশধর আলতামাসের পুত্র। তিনি ১২৪৬ সালে সুলতানিয়াত পান। নাসিরুদ্দিন অত্যন্ত ন্যায়-নিষ্ঠ, সৎ শাসক ছিলেন।তিনি রাজ কোষাগার থেকে কোনরূপ অর্থ নিতেন না।কোরআন লিখে তা বিক্রি করে খরচ যোগাতেন। সাধারণত মুসলিম রাজা বাদশাদের একাধিক বউ থাকতো।ঘর ভর্তি দাসী থাকতো।বিলাসী জীবন যাপন করতো।কিন্তু মামলুক সুলতানাতের দিল্লির এই সুলতানের কোন সেবা দাসী ছিল না।স্ত্রী ছিল একটি।নাম ইয়ানা ফতেহ খাতুন।নাসির উদ্দীন মাহমুদ সৎ লোক ছিলেন তবে রাজকার্য  পরিচালনায় ততো দক্ষ ছিলেন না। নাসিরউদ্দিনের মন্ত্রী গিয়াস উদ্দীন বলবন ছিলেন মূলে।যখন মোগলরা বারবার ভারত আক্রমণ করতে থাকে তখন দক্ষ হাতে গিয়াসউদ্দিন বলবান তাদেরকে বিতাড়িত করেন।গিয়াসউদ্দিন বলবানরা একসময় দাস বংশের ক্রীতদাস ছিল।যাইহোক সৎ ও ন্যায়পরায়ণ সুলতান নাসিরুদ্দিন মাহমুদ ১২৬৬ সালে নিঃসন্তান অবস্থায় মারা যান।যার ফলে গিয়াসউদ্দিন বলবন পরবর্তী সুলতান হউন।





দিল্লির যে সুলতান কোরআন লিখে খরচ জোগাতেন
সুলতান নাসিরুদ্দিন মাহমুদ 


Previous Post Next Post