সূর্যের তাপমাত্রা ও সূর্য কী দিয়ে তৈরি 

সূর্যের তাপমাত্রা ৬০০০° সেন্টিগ্রেড। ১৫৪০ সালে সর্বপ্রথম কোপার্নিকাস সৌরজগতের ব্যাখ্যা দেন। এ ব্যাখ্যা অনুসারে সূর্য সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘন্টায় ৬৭ হাজার মাইল বেগে ঘুরে। অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ১৮.৭ কিলোমিটার/সেকেন্ড গতিতে আবর্তন করছে।সূর্য ৭৩.৪৬% হাইড্রোজেন এবং ২৪.৮৫% হিলিয়াম পদার্থ দ্বারা গঠিত।  

Previous Post Next Post