হিজল গাছের অন্যান্য নাম
কবি লিখেছেন
" হিজল গাছের বনপথ দিয়া
রাঙ্গায়ে চরণ আসিব গো প্রিয়া"
একসময় প্রত্যন্ত এলাকায় হিজল গাছ প্রচুর পরিমাণে দেখা যেত। হিজল গাছের ফুল প্রায় এক সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং গোলাপী বর্ণের হয়ে থাকে। ফল প্রায় দুই সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক সেন্টিমিটার ব্যাস যুক্ত চতুষ্কণাকার হয়ে থাকে। হিজল গাছের অপর নাম হিংজিল, কুমিয়া। হিন্দিতে হিজল গাছকে ইনজার, ইজার বলে। উর্দুতে হিজলকে সমুন্দর ফল বলে। মালয়ালম ভাষায় হিজল গাছকে আটাম্বু বা নিরপেরা, আট্রোপেরা বলে। মারাঠি ভাষায় হিজল গাছকে ডেটিফল বা নিভার গাছ বা টুভার বলে। সংস্কৃত ভাষায় হিজল গাছকে হিজ্জালা বা নিচুলা বলে।
সাঁওতালরা হিজল গাছকে হিনজর বলে।আর উড়িষ্যায় কিনজল,হিনজল বলে।তামিল ভাষায় হিজলকে এডাম্পা আব।
No comments:
Post a Comment