Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

ফরাসি বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান

ফরাসি বিপ্লব 


ফরাসি বিপ্লব সংঘটিত হয় রাজা ষোড়শ লুই  এর  শাসনামলে। ১৭৮৯ খ্রিস্টাব্দে।নেতৃত্ব দেন চার্লস ডি গল। 

ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে।  । নেপোলিয়নকে নির্বাসন দেয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে।

ফরাসি বিপ্লবের প্রভাবক ছিলেন জ্যা জ্যাক রুশো ও ভলতেয়ার।ভলতেয়ারের প্রকৃত নাম ফ্রাঁসিয়া-মারি- আরুয়ে।

রাজা চতুর্দশ লুই বলতেন "আমি রাষ্ট্র" 

ফরাসি বিপ্লবের মূলনীতি 

ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল "Liberté, égalité, fraternité, ou la mort!" অর্থাৎ "স্বাধীনতা, সাম্য ও মৈত্রী "। এই শ্লোগানটিই বিপ্লবের চালিকাশক্তিতে পরিণত হয়েছিলো যার মাধ্যমে সামরিক এবং অহিংস উভয়বিধ পদ্ধতি অনুসরণের মাধ্যমে পশ্চিমা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই শ্লোগানটি তখন সকল কর্মীর প্রাণের কথায় পরিণত হয়েছিলো।


ফরাসি বিপ্লব (ফরাসিRévolution française) (১৭৮৯–১৭৯৯) ফরাসি বিপ্লব, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। ঐতিহাসিকরা এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করেন


ফরাসি বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান


No comments: