ভূত্বক কী?
পৃথিবীর বহিরাবরণই। ভূত্বক ভূপৃষ্ঠের শিলায় যে আবরণ দেখা যায় তাকে বলে ভূত্বক। ভূত্বকের গভীরতা প্রায় ১৬ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্রের তলদেশে গড়ে ৫ কিলোমিটার গভীর।
পৃথিবীর মণ্ডল তিনটির নাম অশ্বমন্ডল গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল, কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান নিকেল ও লোহা বা ফেরাস। একে নিফে বলে।
ভূত্বক গঠনকারী প্রধান প্রধান উপাদানসমূহ
অক্সিজেন ৪২.৭%
সিলিকন ২৭.৭%
অ্যালুমিনিয়াম ৮.১%
আয়রন ৫.১%
ক্যালসিয়াম ৩.৭%
সোডিয়াম ২.৮%
শেল ৪%
স্যান্ডাস্টোন ০.৭৫%
লাইমস্টোন ০.২৫%
পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন কিন্তু ভূপৃষ্ঠে ধাতু হিসেবে অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে।
0 Comments