বারিমন্ডল

পৃথিবীর মোট আয়তনের ৭০.৯ শতাংশ পানি।বাকীটা ভূমি।এখন আমরা জানবো পৃথিবীর মোট পানি কোথায় কত শতাংশ ধারণ করে।পৃথিবীর মোট জলের ৯৭.২৫ শতাংশ রয়েছে সমুদ্রে। হিমবাহে রয়েছে ২.০৫ শতাংশ জল।ভূগর্ভস্থে রয়েছে পৃথিবীর মোট জলের ০.৬৮ শতাংশ। হ্রদে ০.০১ শতাংশ। মাটিতে আর্দ্রতায় মিশে আছে ০.০০৫ শতাংশ। বায়ুমন্ডলে রয়েছে ০.০০১ শতাংশ। নদীতে রয়েছে পৃথিবীর মোট জলের ০.০০০১ শতাংশ। জীবমন্ডলে  রয়েছে ০.০০০০৪ শতাংশ জল।


Previous Post Next Post