Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৯/০৩/২০২৩

ভারতের ঐতিহাসিক প্রাচীন শহর যেগুলো

 প্রাচীন ভারতের ঐতিহাসিক রাজ্য ও শহর

আর্যরা যেহেতু অনার্যদের চেয়ে সভ্য ও বুদ্ধিমান ছিলেন তাই প্রাচীন ভারতে রাজা-রাজ্য তাদের হাত ধরে সৃষ্টি হয়েছিল। আর্যরা সিন্ধুতীরে ও পঞ্চনদ যেখানে সেখানে বসবাস করতেন। পঞ্চনদ অর্থাৎ পাঞ্জাব আর্যদের তৈরি।তারপর আর্যরা গঙ্গা যমুনার তীরে অর্থাৎ আজ আমরা যাকে উত্তর-পশ্চিম প্রদেশ বলে ডাকি সেখানে বসবাস শুরু করেন।। তো প্রাচীন ভারতের আর্যদের তৈরি যেসকল রাজ্য ছিল তার নাম ও প্রাচীন আর্য ভারতের শহরগুলোর বর্তমান নাম নিম্নে উল্লেখ করা হলো।

কুরু রাজ্য: ছয় হাজার বছর পূর্বের প্রাচীন ভারতের এই কুরু রাজ্যটি অত্যন্ত প্রভাবশালী রাজ্য ছিল।মহাভারতের কাহিনী শুরু হয় এই কুরু রাজ্য থেকে।কুরু রাজ্যটি বর্তমান দিল্লি শহরের পাশেই ছিল।

পঞ্চাল রাজ্য: এটিও কুরু রাজ্যের মতই প্রভাবশালী রাজ্য ছিল তখন।বর্তমান কান্যকুব্জের কাছেই তখনকার পঞ্চাল রাজ্য ছিল।

কোশল রাজ্য: তখনকার কোশল রাজ্যটি বর্তমান অযোধ্যার কাছে অবস্থিত ছিল।

বিদেহ রাজ্য: বর্তমান ত্রিহুতের কাছে বিদেহ রাজ্য অবস্থিত ছিল।

কাশী: বর্তমান কাশীর কাছে কাশী রাজ্য ছিল।