আদ জাতির পরিচয়

আদরা ছিল আরবের সবচেয়ে প্রাচীন ও প্রথম জাতি।আদ জাতি ছিল হযরত নূহ আঃ এর বংশধর। হযরত নূহ এর পুত্র  সাম, সামের পুত্র ইরাম, ইরামের পুত্র  আদ। আদের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে শাদিদ প শেদাদ আদ জাতিকে শাসন করেন। আরবের আম্মান থেকে শুরু করে হাযারামাউত ও ইয়েমেন পর্যন্ত তাদের বসতি ছিল।তখন আদ জাতির ১৩ টি গোত্র বসবাস করতো সেখানে।


আদ জাতির কাছে কোন নবীকে পাঠানো হয়েছিল? 

হযরত হুদ আঃ কে আদ জাতির নিকট পাঠানো হয়েছিল। হযরত হুদ আঃ ছিলেন হযরত নূহ আঃ এর অষ্টম অধস্তন বংশধর। হযরত হুদ আঃ এর উত্তরসূরী হযরত সালেহ আঃ


 আদ জাতি কিভাবে ধ্বংস হয়?

তিন বছর বৃষ্টিপাতহীন মরুভূমি। ফসল,গাছ-গাছালি পুড়ে ছারখার হয়ে যায়।এরপর কালো ঘন মেঘ তৈরি হয় প্রচন্ড ঝড় আর বজ্রপাতে আদ জাতি ধ্বংস হয়ে যায়।


Previous Post Next Post