সামুদ জাতি 

সামুদ জাতি কোথায় বসবাস  করতো? 

উত্তর: সামুদ জাতি খ্রীস্টপূর্ব ৮ম শতাব্দীতে আরব উপদ্বীপের উত্তরে বসবাস করতো। ধারণা করা তাদের পূর্বপুরুষগণ দক্ষিণ আরব থেকে স্থানান্তরিত হয়ে উত্তরের দিকে রওনা দেয়। আরো স্পষ্ট করে বলতে গেলে, আরব ও সিরিয়ার মধ্যবর্তী স্থান হিজরের আশে-পাশে সামুদ জাতি বসবাস করতো। আজকের সৌদি আরবের মদীনা ও তাবুকের মাঝখানের হিজায রেলস্টেশনের মাদায়ানে সালেহ জায়গাটা ছিল সামুদ জাতির কেন্দ্রস্থল।

সামুদ জাতির পূর্ব পুরুষ কারা?

উত্তর:  সামুদ জাতির পূর্ব পুরুষ ইরাম ও আদ জাতির পূর্ব একই বংশের লোক ছিল।এরা হযরত হুদ (আঃ) এর সঙ্গী ছিলেন।সামুদ জাতির পূর্ব পুরুষেরা ইমান এনেছিলেন। কিন্তু পরবর্তীতে সামুদ জাতি বিপথগামী হয়।


সামুদ জাতির কাছে কোন নবীকে পাঠানো হয়?

সামুদ জাতির কাছে হযরত সালেহ (আঃ) কে পাঠানো হয়।হযরত সালেহ আঃ তাদেরকে ইমান আনতে বলেন। সামুদ নেতারা তা অস্বীকার করেন।তারা বলেন তুমি যদি আল্লাহর প্রেরিত দূত হও তবে অলৌকিক কিছু করে দেখাও।সালেহ আঃ আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এরপর পাহাড় থেকে অদ্ভুত রকমের একটি মেয়ে উট বের হয়ে এলো। এতে কেউ ইমান আনলো।আবার কেউ উটকে হত্যা করলো।হযরত সালেহ আঃ কে হত্যার ষড়যন্ত্র করে।

কিভাবে সামুদ জাতি ধ্বংস হয়েছিল? 

ভূমিকম্প ও বজ্রপাতে সামুদ জাতি ধ্বংস হয়েছিল। 

সামুদ জাতি সম্পর্কে কোরআনের কোথায় বলা হয়েছে? 

উত্তর: সূরা আরাফের ৭৩-৭৬ নং আয়াতে আল্লাহ সামুদ জাতির কথা বলেছেন। 


Previous Post Next Post