উদ্ভিদ জগত নিয়ে বিগত সালের সাধারণ জ্ঞান 

উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

 উত্তর: থ্রিওফ্রাস্টাস

উদ্ভিদকুলকে কি বলে?

উত্তর: Flora বলা হয়। Maasa হলো কলা উদ্ভিদের গণ নাম (Generic name). 

গরান গাছের ছাল থেকে কী তৈরি হয়?

উত্তর: রং তৈরি করা হয়।

বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম  কী?

উত্তর: বৈলাম গাছ

তুলা গাছকে কী নামে ডাকা হয়? 

উত্তর: সূর্যের কন্যা বলা হয়।


ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কয়টি?

উত্তর:  ২৪টি।

পাট পচাবার পদ্ধতিকে কী  বলে?

উত্তর: রিবন রেটিং

পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ কোনটা

 ক্যালিফোর্নিয়ার জায়ান্ট রেড উড ট্রি।


ইছামতি' একটি উচ্চ ফলনশীল ধান। যার ফলন ইরি ধানের চেয়ে বেশি কিন্তু ব্যবহার করা যাবে বাঁশমতি চালের বিকল্প হিসেবে। ইরাটমও এক ধরনের উচ্চ ফলনশীল ধান ২


উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টির মোট উপাদান  কয়টি?

উত্তর: ১৬টি

উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান ১০টি উপগ্রহ-১ উদ্ভিদ যে মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে - নাইট্রোজেন


চা চাষের জন্য কোন ধরনের মাটি প্রয়োজন? 

 উত্তর: অম্লধর্মী বেলে দোআঁশ মাটি। 

মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন 

Acid (অম্ল) মাটি অনুর্বর অধীক্ষক ১৮

আদর্শ মাটিতে কতটুকু জৈব পদার্থ থাকে?

উত্তর:  ৭ ভাগ জৈব পদার্থ থাকে। 


পাতা পীত বর্ণ ধারণ করে কেন?

উত্তর: নাইট্রোজেনের অভাবে।

 মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে কী হয়? ধানগাছের  পাতা হলদে হয়ে যায়।

ফসফরাস খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়। বোরনের অভাবে মূলের বৃদ্ধি কমে যায়।

উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করে।


খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। 

Post a Comment

Previous Post Next Post