পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ কোনটা?

পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ জায়ান্ট রেডউড গাছ (Giant Redwood Tree) যা ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায়। সাধারণত এক জায়ান্ট গাছ ৫০-৮০ মিটার (১৬৪-২৭৯ ফুট) লম্বা ও কান্ড ৬-৮ মিটার (২০-২৬ ফুট) ব্যাসের হতে পারে।এ পর্যন্ত রেকর্ডকৃত জায়ান্ট গাছের  সর্বোচ্চ উচ্চতা ৯৪.৮ মিটার ও ব্যাস ১৭ মিটার। জায়ান্ট গাছ ২০০০-৩০০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। 

পৃথিবীর সবচেয়ে বড় গাছ


Previous Post Next Post