বৃটিশ ভারতের মেহেরপুরের জনসংখ্যা 

১৮৭২ সালে ইংরেজ সরকার যখন নদীয়ার আদমশুমারী করতে চায় তখন নদীয়ার লোকে আদমশুমারীতে নিজেদের নাম লেখাতে অস্বীকার করে।লোকে ধারণা করেছিল আদমশুমারীর মাধ্যমে ইংরেজ সরকার কর বৃদ্ধি করতে পারে।যখন দেখা গেলে কারর আদমশুমারীতে  আগ্রহ নেই তখন ইংরেজ সরকার ফন্দি আঁটলেন। লোকদের বললেন, ইংল্যান্ড থেকে রাণী এসে সবাইকে মিষ্টি-উপহার দিবে,তাই নাম লেখাতে হবে। একথা শুনে সবাই আদমশুমারীতে তথ্য দেয়া শুরু করে। প্রতি দশ বছর পরপর আদমশুমারী হতো। তখন মেহেরপুরকে গ্রাম বলা হতো।

১৮৭২ থেকে ১৯০১ মেহেরপুরের আদমশুমারী 

১৯০১ সালের আদমশুমারী অনুযায়ী  সমগ্র মেহেরপুর মহকুমার জনসংখ্যা ছিল  ৫৪৮১২৪ জন। এরমধ্যে ১৩৮৭৫ জন লোক লেখাপড়া জানতো। তখন মেহেরপুরের আয়তন ছিল ৬৩২ বর্গমাইল। ১ টি শহর ও ৬০৭ টি গ্রাম। 

আমরা পূর্বে  উল্লেখ করেছি ১৮৭২ সালে প্রথম বৃটিশ ভারতে আদমশুমারী চালু হয়। ১৮৭২ সালের আদমশুমারী অনুযায়ী মেহেরপুরের (শুধুমাত্র মেহেরপুর পৌরসভার) জনসংখ্যা ছিল ৫৫৬২ জন।সমগ্র মেহেরপুরের জনসংখ্যা আরো বেশি ছিল।

১৮৮১ সালে জনসংখ্যা গিয়ে দাঁড়ায় ৫৭৩১ জনে।১৮৯১ সালের আদমশুমারী অনুযায়ী ৫৮২০ জন এবং ১৯০১ কিছুটা কমে গিয়ে দাঁড়ায় ৫৭৬৬ জন।


বৃটিশ আমলে মেহেরপুরের আদমশুমারী


নবীনতর পূর্বতন