সাহিত্য মতে শিমুল গাছ

বৈদিক গদ্য সাহিত্য মতে শ্রেষ্ঠ গাছ বা সবচেয় বড় গাছ  হলো শিমুল গাছ।বৈদিক সাহিত্য মতে শিমুল বনস্পতিদের পতি।সংস্কৃত সাহিত্যেও শিমুল বনস্পতিদের পতি।।অনেকে মনে করেন শিমুল শব্দটি সংস্কৃত শব্দ  "শাল্মলি" থেকে এসেছে। কিন্তু এটা সঠিক নয় শিমুল শব্দটি বৈদিক শব্দ  " শিম্বল" থেকে এসেছে। 

শাল্মলৌ বৃদ্ধিং দধাতি তস্মাৎ শাল্মলির বনস্পতীনাং বর্ধিষ্ঠং বৰ্ধতে ৷ ( শতপথ ব্রাহ্মণ ১৩. ২.৭.৪ )

"শিমুল গাছকে বাড়ন্ত করেছে তাই বনের বড়ো বড়ো গাছের মধ্যে শিমুল  সব চেয়ে শ্রেষ্ঠ"

ভারত ও বাংলার এমন অসংখ্য গ্রাম বা জায়গা আছে যা শিমুল গাছের নামে।অনেক বাবা-মা তার সন্তানের নাম আদর করে শিমুল রাখে।হয়ত এসকল নামকরণের ইতিহাস বহু পুরোনো। 

Previous Post Next Post