আদিবাসী সম্পর্কে  নৃ-বিজ্ঞানীদের অভিমত

ডঃ রিভার্স ( Rivers )-এর মতে

 “সমাজের একটি গোষ্ঠী যাহাদের জীবনে জটিলতা নেই, তারা এখনও একই ভাষায় মনের ভাব প্রকাশ করে, যাদের আকৃতি বা সংস্কৃতিগত সাদৃশ্য আছে, নিজেদের নিয়মকানুন রক্ষার জন্য তাদের পঞ্চায়েত আছে এবং প্রয়োজন হলে তারা গোষ্ঠী সচেতন মনোবৃত্তি নিয়ে যুদ্ধবিগ্রহ বা সংগ্রাম করে থাকে।”

 গিলীন ( Gillin )-এর মতে 

“এক গোষ্ঠীর নিম্ন শ্রেণীর মানুষ যারা একটি সাধারণ অঞ্চলে বসবাস করে, একই ভাষায় কথা বলে এবং একই সংস্কৃতি পালন করে । ”


 পিডিংটন (Piddington )- এর মতে

 “উপজাতি এমন এক গোষ্ঠীর মানুষ, যারা একই ভাষায় কথা বলে, একই অঞ্চলে বসবাস করে এবং সাংস্কৃতিক জীবনের মধ্যে সামঞ্জস্য (Homogeneity) বিদ্যমান।


ধীরেন্দ্রনাথ মজুমদার (D. N. Majumdar )

এর মতে “উপজাতিরা কয়েকটি পরিবারের সমষ্টি অথবা একগোষ্ঠীর পরিবার, যাহাদের নামের সমতা থাকে, সভ্যরা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, একই ভাষায় কথা বলে এবং বিবাহভিত্তিক ও পেশাভিত্তিক ধর্মীয় বাধা-নিষেধ মেনে চলে এবং নিজেদের মধ্যে বাধ্যবাধকতা সামঞ্জস্য ও আদানপ্রদান করে থাকে।”


 প্রবোধকুমার ভৌমিকের মতে “স্থান-কালের বন্দী বা আদিম জীবনাবদ্ধ গোষ্ঠী, যাদের ভাষায় ও ধর্মাচরণের মাধ্যমে এক বৈশিষ্ট্য ধরা পড়ে এবং সেই সবের মাধ্যমে তাহার। নিজদিগকে এক বিশেষ গোষ্ঠী বলে দাবী করে। এদের জীবনে অর্থনৈতিক মান অত্যন্ত নিম্ন, সামাজিক স্তরভেদ কম ও পেশায় বিশেষায়ণ ( Specialization ) হয়নি।”

Post a Comment

Previous Post Next Post