অহল্যাবাঈ

 ১৭৩৫  খ্রীস্টাব্দে  মালবদেশে কৃষিজীবী আনন্দরাও সিন্দের ঔরসে অহল্যাবাঈ জন্মগ্রহণ করেন। রূপবতী ও গুণবতী অহল্যাবাঈ তার বাবার শিক্ষা ও অনুপ্রেরণায় বিদ্যা শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠে

 ইন্দো রাজবংশের প্রতিষ্ঠাতা মলহর রাও হোলকারের পুত্র কুন্দ রাও এর সাথে অহল্যাবাঈ এর বিবাহ হয়। এক শিশুপুত্র এবং এক কন্যা শিশুর জন্ম দেন। কিন্তু মাত্র ১৯ বৎসর বয়সে  অহল্যাবাঈ বিধবা হন। স্বামীর মৃত্যুর পর   বিশাল রাজ্য তিনি দক্ষতার সাথে শাসন করেন। অহল্যাবাঈ হিন্দুধর্ম্মের মূর্তিমতী  ছিলেন। তাঁর হৃদয়  দয়া - মায়া,দাক্ষিণ্য প্রভৃতি গুণদ্বারা ভরপুর  ছিল। ধর্ম প্রচারের উদ্দেশ্যে  তিনি ভারতের বহু তীর্থস্থানে লুং এবং ভগ্ন মন্দিরের সংস্কার  করেন। পুণ্যধাম বারাণসীতেই কীৰ্ত্তি আজও তার কাজেট সাক্ষ্য বহন করছে।

Previous Post Next Post