সুভদ্রা

শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় ভগিনী সুভদ্রা দেবী। বসুদেবের ঔরসে রোহিণীর গর্ভে তার জন্ম হশ। সুভদ্রা শুধু বীরভগিনী ছিল না একাধারে  বীরপত্নী ও বীরমাতা । রোহিণীনন্দন বলরামকে পরাস্ত করে অৰ্জ্জুন সুভদ্রাকে বিয়ে করেন ও তার গর্ভে বীর অভিমনার জন্ম হয়। বীর্য্যে ও আত্মসংযমাদিগুণে সুভদ্রা এমনই বিভূষিতা ছিলেন যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে নিজ পুত্রের মৃত্যু সংবাদ শুনেও অবিচলিতচিত্তে অৰ্জ্জুনকে সাহস যুগিয়েছেন ।

Previous Post Next Post