বারোভূঁইয়াদের নাম ও রাজ্য
বারোভূঁঞা দের নাম
১. ঈশা খাঁ মসনদ-আলি : খিজিরপুর বা কত্ৰাভু ।
২. প্রতাপাদিত্য : যশোহর বা চ্যাণ্ডিকান।
৩. চাঁদরায়, কেদার রায় : শ্রীপুর বা বিক্রমপুর ।
৪. কন্দর্প রায় ও রামচন্দ্র রায় : বালা বা চন্দ্রদ্বীপ।
৫. লক্ষ্ণণমাণিক্য : ভুলুয়া।
৬. মুকুন্দরাম রায় : ভূষণা বা ফতেহাবাদ ।
৭. ফজল গাজী, চাঁদ গাজী : ভাওয়াল ও চাঁদপ্রতাপ।
৮. হামীর মল্ল বা বীর হাম্বীর : বিষ্ণুপুর।
৯. কংসনারায়ণ : তাহিরপুর।
১০. রামকৃষ্ণ : সাতৈর বা সান্তোল।
১১. পীতাম্বর ও নীলাম্বর : পুঁটিয়া ।
Leave a Comment