মাতাজী তপস্বিনী

 মাতাজী তপস্বিনী

ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে ( ১৮০৫ খ্রীষ্টাব্দে) দক্ষিণ ভারতে ভেলোর নামে এক ক্ষুদ্র করদ রাজ্য ছিল। ভেলোর রাজার কন্যার সাথে এক রাজপুত্রের বিয়ে হয়। এই ভেলোব রাজদুহিতার গর্ভে মাতাজী তপস্বিনীর জন্ম। ছোটকালে তার নাম ছিল সুনন্দা দেবী। চিরকুমারী হওয়ার শপথ করে সুনন্দা পঞ্চাগ্নি ব্রত গ্রহণ করেন। এই কঠোর ব্রত উদযাপনের পরেও তিনি মাদ্রাজের তাম্রলিপ্তা নদীর তীরে বহুকাল তপস্যা করে নানাগুণ ও শিক্ষা লাভ করে মাতাজী নাম গ্রহণ করেন । অতঃপর মাতাজী ভারতবর্ষের বহুস্থানে হিন্দু   বালিকাদের জন্য অসংখ্য  বিদ্যালয় প্রতিষ্ঠা  করেন। কলকাতার 'মহাকাল পাঠশালা' মাতাজী তপস্বিনীর দ্বারা প্রতিষ্ঠা লাভ করে।


Post a Comment

0 Comments