গোপাদেবী

ভগবান বুদ্ধদেবের পত্নী গোপাদেবী কলিঙ্গদেশের নরপতি দণ্ডপাণির কন্যা । গোপা অতি বুদ্ধিমতী, বিদ্যাবতী ও ধর্ম্মশীলা রমণী ছিলেন। পুত্র রাহুলের জন্মের সাতদিনের মাথায় স্বামী ধর্মে গৃহত্যাগ করেন। পরে গোপা সাত বছর ধরে স্বামীর চিন্তায় কালাতিপাত করেন। সাত বৎসর পরে ভিক্ষুবেশে স্বামী গৃহে ফেরেন। গোপা ভিক্ষুণী হয়ে স্বামীর ধর্মজীবনকে সর্ব্বতোভাবে সার্থক করে তোলেন ।

Previous Post Next Post