Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৫/০৫/২০২৩

চন্দ্রমণি দেবী কে ছিলেন?

 চন্দ্রমণি দেবী

যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের সৌভাগ্যবতী জননী। কামারপুকুর গ্রামে তিনি লক্ষ্মীস্বরূপা ছিলেন।  আদর্শ ব্রাহ্মণ স্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের অর্চ্চনায় ও অতিথি অভ্যাগতের সেবায় চন্দ্রমণি অক্লান্তকর্মী আদর্শ রমণী ছিলেন। অকাতরশ্রমশালিনী এই মহিলা সংসারাশ্রমের পরমধর্ম পালনে কখনও অণুমাত্র ত্রুটি বা তাচ্ছিল্য করতেন না। পঁয়তাল্লিশ বৎসর বয়সে চন্দ্রমণির গর্ভে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব হয়। পতিব্রতার ও সরলতার মূর্তিমতী প্রতিমা, পতিপ্রাণা চন্দ্ৰমণি দেবীর সস্তান বাৎসল্য দেবীর অনন্যসাধারণ ছিল ।