প্রথম মহিলা কবি সম্মেলন ১৭৫৫

 মহিলা কবি সম্মেলন ১৭৫৫ সাল


১০ই জানুয়ারী ১৭৫৫ সালে কলকাতায় প্রথম  মহিলা কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। বসমতী সাহিত্য মন্দিরে রবিবার অনুষ্ঠিত হয় দেবী আসরের বার্ষিক কবি সম্মেলন। কবি শ্রীমত্তা উমা দেবী সভাপতিত্ব করেন ঐ সম্মেলনের এবং শ্রীযুক্তা জ্যোতির্ময়ী দেবী প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন। দেবী আসরের সভানেত্রী শ্রীযুক্তা ইন্দিরা দেবী শুরুতে বিগত এক বছরের কার্যাদি এবং ভবিষ্যৎ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য  দেন । অননুষ্ঠানে সমাপনী  সংগীত পরিবেশন করেন সুজাতা দেবী।

প্রথম মহিলা কবি সম্মেলন ১৭৫৫


Post a Comment

0 Comments