প্রাচীন কলকাতার ব্যবসা বানিজ্য 

 ১৭৬৮ সালে কলকাতায় বাজার সংখ্যা ছিল প্রায় আঠারো। সবগুলি  বাজার কোম্পানি বাহাদরের সম্পত্তি। তাঁরা বছরে জমা তুলে 'ফারমার' বা ইজারদের বছর মেয়াদে জমি বিলি করতেন। বাজার থেকে প্রতি বছর আট নয় হাজার টাকা আয় হতো। প্রাচীন কলকাতার বাজারের মধ্যে 'লালবাজার' এর নাম পাওয়া যায়। এই বাজারের বাৎসরিক জমার পরিমাণ ছিল দুশো একত্রিশ সিকা টাকা। জমা গ্রহীতার নাম ফ্রান্সিস ডি মেলো। প্রত্যেক দোকানে তোলার হার ছিল তের কড়া মাত্র। লালবাজারের আয়তন ছিল দশ বিঘা নয় কাঠা জমি ।

১৭০৮ সালে কলকাতায়  গ্লাস তৈরীর কারখানা, সিন্দুক প্রস্তুতের কারখানা এবং নারিকেল দড়ি তৈরীর কারখানা চালু হয়।৭৩৯ সাল কলকাতায় 'ভাঙের দোকান' প্রথম চাল, করা হয়।১৭৪০ সাল কলকাতার ‘তামাকুর দোকান' চাল করা হয়। ফিটকিরি ও বোরাকসের কারখানা চালু হয় ১৭৪৬ সালে।আতসবাজির কারখানা চালু হয় ১৭৪৭ সালে।সিঁদুর, তুঁতের কারখানা হয় ১৭৪৮ সালে।লোহা ও পেরেকের কারখানা চালু হয়  ১৭৫০ সালে।১৭৫১ সালে চালু হয়  চুনের কারখানা। 

১৭ শতকে কলকাতার শিল্প কলকারখানা





Previous Post Next Post