কলকাতার হেস্টিংসের মাদ্রাসা
ওয়ারেন হেস্টিংস এর মাদ্রাসা
১৭৮০ সালের অক্টোবর মাসে কলকাতার মুসলমান নেতারা মুসলিম সন্তানদের ইসলামী আইন শিখিয়ে তাদের কোম্পানির নিজস্ব আদালত গুলিতে নিয়োগ করার জন্য ওয়ারেন হেস্টিংসকে অনুরোধ করেন। অনুরোধে সাড়া দিয়ে কলকাতার সার্পেনটাইন লেনের এক ভাড়াবাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরে হেস্টিংস লেনের সেন্ট পল্স হোমের ৩ বিঘা ১২ কাঠা জমি ৫৬৪১ টাকায় কিনে নেন।এখানে হেস্টিংস মাদ্রাসার নিজস্ব দালান করেন ৭৫,৭৪৫ টাকা খরচ করে। সে জায়গাটার বর্তমান নম্বর ৭৩ সার্পেনটাইন লেন। ১৭৮২ সনের এপ্রিল মাস পর্যন্ত ওয়ারেন হেস্টিংস নিজেই মাদ্রাসার সমস্ত খরচ চালান । ১৭৮২ সনের মে মাস থেকে সরকার মাদ্রাসার দায়িত্বভার নেয় ও ওয়ারেন হেস্টিংসকে মাদ্রাসা বাবদ সমস্ত টাকা ফেরত দেন। এখানকার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর হওয়ায় মাদ্রাসা ১৮২৭ সনের আগস্ট মাসে এই বাড়ি থেকে ওয়েলেসলি স্কোয়ারের উত্তরের বাড়িতে উঠে যায়। ঐ বাড়ির ভিত্তি স্থাপন হয় ১৫-৭-১৮২৪ তারিখে।
Leave a Comment