মহামতি চিকিৎসক বাগভট

 বাগভট 

মহামতি বাগভট শকরাজ চষ্টনের রাজত্ব কালে ‘অষ্টাঙ্গ-হৃদয়' নামক এক বৃহৎ আয়ুর্ব্বেদ গ্রন্থ প্রণয়ন করেন। শল্য, শালাক্য, কায়-চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমার বিদ্যা, অগদতন্ত্র, রসায়নতন্ত্র ও বাজীকরণতন্ত্র এই আটটি বিষয় তার লেখ গ্রন্থে বর্ণিত হওয়ায় গ্রন্থটির নাম হয় অষ্টাঙ্গ।  তাছাড়া লবণ, যবক্ষার, খাজি ধাতু  পরীক্ষা করার প্রণালী বর্ণিত হয়েছে। বাগভটের সময় সার্জারী চিকিৎসার উন্নতি হয়।

Blogger দ্বারা পরিচালিত.