আর্যগণের পঞ্চবেদ

প্রাচীন আর্য্যগণ চিকিৎসাশাস্ত্রকে পঞ্চম বেদরূপে শ্রদ্ধা করতেন । অথর্ব্ববেদের অন্তর্ভূক্ত করে তারা এই চিকিৎসাশাস্ত্রের বহুল উন্নতি সাধন করেন। জীবক কৌমারভূত্য, নাগার্জুন,চক্রপাণি, সিদ্ধ নাগার্জুন, বৃন্দমাধবকর ভাবমিশ্র, বাগভট  প্রমুখ বৌদ্ধধর্মালম্বী চিকিৎসক আয়ুর্বেদিক চিকিৎসার উন্নতি সাধন করেন।

Previous Post Next Post