স্থলভা

পৌরাণিক যুগের চিরব্রহ্মচারিণী রমণী স্থলভা পাণ্ডিত্য তৎকালে সমধিক প্রসিদ্ধি লাভ করে। শিক্ষা পেলে নারীও যে ব্রহ্মবিদ্যায় পুরুষের সমকক্ষ হতে পারে, তা স্থলভা কর্তৃক রাজর্ষি জনকের শিক্ষাদান থেকে প্রমাণিত হয় । শাস্ত্রবিচারে স্থলভা রাজর্ষি জনকের সভায় পণ্ডিতগণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেন। 

Previous Post Next Post