সুমিত্রা

সুমিত্রা দেবী

 সুমিত্রা মহারাজা দশরথের কনিষ্ঠ পত্নী। সুমিত্রা হলেন মহাবীর লক্ষ্মণের মাতা। আজীবন সুমিত্রা পরম নিষ্ঠার সাথে স্বামীর সেবা করেছিলেন। শ্রীরামচন্দ্রের বনবাসের সময় সুমিত্রা  তার নিজ পুত্র লক্ষ্মণকে তার সাথে যাওয়ার জন্য আদেশ দিয়েছিলেন।  এবং পুত্রকে উপদেশ দিয়ে বলেন— “জ্যেষ্ঠ ভ্রাতা রামকে তুমি পিতা দশরথের তুল্য জ্ঞান করিবে ও ভ্রাতৃজায়া সীতাকে আমার মতন মা বলিয়া ভক্তি করিবে ।” মহারাজা দশরথের মৃত্যুর পর সুমিত্রা জীবনের অবশিষ্টকাল তপশ্চর্যায় অতিবাহিত করেন।

Post a Comment

0 Comments