সংযুক্তা কে ছিলেন?

 সংযুক্তা

জয়চন্দ্ৰের মেয়ে  সংযুক্তা দেবী  ছিলেন গুণবতী ও রুপবতী। সংযুক্তা পৃথ্বীরাজের   প্রেমের পড়েন। তার পতিনিষ্ঠা ভারতনারীর আদর্শ। সতীত্বের গৌরব অম্লান রাখতে সংযুক্তা স্নেহময় পিতাকে পরিত্যাগ করে স্বয়ংবর সভায় চৌহানপতি পৃথ্বীরাজের মৃন্ময়মূর্তির গলায় প্রেমমালা অর্পণ করেন। পৃথ্বীরাজের  অশ্বপৃষ্ঠে পালিয়ে যান। থানেশ্বরের যুদ্ধে পতি নিহত হইলে সতী সংযুক্তা স্বামীর চিতায় দেহত্যাগ করেন। পৃথ্বীরাজের সাথে জয়চন্দ্রের বিবাদ ছিল।পৃথ্বীরাজকে পরাজিত করতে জয়চন্দ্র মোহাম্মদ ঘুরিকে আহ্বান করেন।

Post a Comment

0 Comments