সত্যবর্তী

সত্যবর্তী ছিলেন ব্যাসদেবের জননী।কুমারী অবস্থায় সত্যবর্তী পরাশরের ঔরসে  ব্যাসদেব নামক এক  পুত্রের সন্তানের জন্ম দেন।  সত্যবর্তীর পিতার নাম বসুরাজ।মায়ের নাম মৎস্যরূপা অদ্রিকা অপ্সসার। মৎস্যজীবীদিগের দ্বারা প্রতিপালত হয়।  তাই তিনি মৎস্যগন্ধা ও দাসরাজকন্যা নামে বিখ্যাত ছিলেন। মহারাজ শান্তনুর সত্যবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।  এবং বিবাহের পরে শান্তনুর ঔরসে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য্যের জন্ম হয়। পরিণত জীবনে সত্যবর্তী বনবাসে যান।এবং তথায় তপশ্চরণে দেহত্যাগ করেন। 

Previous Post Next Post