Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৯/০৫/২০২৩

ডায়োনীসস্ কে ছিলেন?

 ডায়োনীসস্ এর পরিচয় 

 ডায়োনীসস্ গ্রীক দেবতা। গড অব ওয়াইন।তিনি ভারতীয়দের মদ পান শিখিয়েছেন। ভারতীয়রা ডায়োনীসস্ পূজা করতেন।  বলা হয়ে থাকে ডায়োনীস প্রথম পশ্চিম দেশ থেকে এসে ভারত বর্ষে আক্রমণ করে।এবং কিছু এলাকা দখলে নেয়।গ্রীষ্মের সময় ডায়োনীস সৈন্যরা তাপদাহে অসুস্থ হয়ে পড়ে।তারা পাহাড়ে (মেরু) আশ্রয় নেয়।উঁচু পাহাড়ের নির্মল বায়ু আর শীতল পানিতে সুস্থ হয়ে উঠে। ডায়োনীস দেবরুপে আবির্ভূত হয়।তিনি বৃক্ষ-লতা-পাতা রোপণ করেন। সমতল ভূমির গ্রামগুলোকে নগরে পরিনত করেন। ভারতীয়দের বিভিন্ন জিনিস তৈরির শিক্ষা দেন,দেবপূজা শেখান,আচার ও বিচারালয় তৈরি করেন। ডায়োনীসস্ সম্পর্কে আরো বলা হয় যে, যুদ্ধ যাত্রাকালে বহু নারীকে সঙ্গী হিসাবে নিতেন। ধ্বনি দিতে দিতে গন্তব্যে পৌছাতেন। ডায়োনীসস্ বায়ান্ন বছর ভারত শাসন করেন। এরপর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।পরবর্তীকালে তার সন্তানেরা বহুবছর ভারত শাসন করেন। একসময় তারাও ক্ষমতাচ্যূত হয়ে যায়।শুরু হয় স্বতন্ত্র শাসন।ডায়োনীসস্ থেকে চন্দ্রগুপ্ত পর্যন্ত ৬০৪২ বছরে  ১৫৩ জন রাজা ভারতে রাজত্ব করেন। ভারতীয়দের মত মহাদেব ডায়োনিস প্রথম ভারত আক্রমণ করেন এবং বিজয়শ্রী জয় করেন।  সেকেন্দার সহচরগণের লিখিত লিপি মতে গ্রীকগণ যে বর্ণনা দিয়েছেন তাতে ডায়োনীসকে ভারতীয়রা মহাদেব হিসাবে পূজা  করতেন। কেউ কেউ বলেন, ডায়োনীস নামে তিন জন ব্যাক্তি ছিলেন। সবচেয়ে প্রাচীন ব্যাক্তির নাম ছিল ইন্দু (Indos)

তথ্যসূত্র: মেগাস্থেনের ভারতবিবরণ।