ভারতচন্দ্র রায়গুনাকার কে ছিলেন? 

ভারতচন্দ্র রায়গুনাকার ১৭১২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৬০ সালে তার মৃত্যু হয় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ভারতচন্দ্র রায়গুণাকার বাংলা সাহিত্যের মধ্যযুগের এবং মঙ্গলকাব্যের সর্বশেষ কবি।অনেকে বলেন তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি।তাকে নাগরিক কবি ও বলা হয় । অন্নদামঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকার। তিনি কৃষ্ণনগর রাজসভার রাজ কবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায় গুণকার উপাধি প্রদান করেন।  

অন্নদামঙ্গলকাব্য ৩ খন্ডে বিভক্ত শিবায়ন অন্যদামঙ্গল,  বিদ্যাসুন্দর কালিকামঙ্গল, ভবানন্দ মান সিংহ অন্নদামঙ্গল। 

ভারতচন্দ্র রায় গনাকারের বিখ্যাত উক্তি 

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে

উক্তিটি অন্নদা মঙ্গলকাব্যের অন্তর্ভুক্ত প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। 

মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন 

নগর পুড়িলে দেবালয় কি এড়ায়

 বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষনে হাতে দড়ি ক্ষনেক চাঁদ

কড়িতে বাঘের দুধ মেলে 

জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী 

ভারতচন্দ্র রায় গোনাকারের উপরিউক্ত পদ লগুলো এখনো মানুষের মুখে মুখে প্রচলিত আছে। 


ভারতচন্দ্র রায় গুনাকারের বিখ্যাত উক্তি


Previous Post Next Post