ফিশিং কম্পিটিশন 

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ওশেন সিটিতে বিগত ৪৯  বছর ধরে গভীর সমুদ্রে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।বিশ্বের সবচেয়ে বড় এই মাছ ধরা প্রতিযোগিতার  (Fishing competition) নাম হুয়াইট মার্লিন ওপেন (white Marlin open)।  ১৯৭৪ সালে জিম মস্কো (Jim Motsko) প্রথম আয়োজন করে এই প্রতিযোগিতায় ৫৭ টি নৌকা ও ১৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রথম পুরুষ্কার ছিল ২০ হাজার ডলার।২০২২ সালে বিশ্ববিখ্যাত এই মাছ ধরার প্রতিযোগিতায় ৪০৮ টি নৌকা আর ৩৫০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।প্রাইজ মানি ছিল ৮.৬ মিলিয়ন ডলার।এবং সর্বোচ্চ পুরুষ্কার ছিল ৪.৩ মিলিয়ন ডলার।

white Marlin open এর প্রবেশ ফী

জুনের পূর্বে  নৌকা প্রতি ১৩০০০ ডলার।আর জুনের পরে নৌকা প্রতি ১৬০০০ ডলার।

Billfish tournament 2023

৫০ তম হুয়াইট মার্লিন ওপেন শুরু ১১ আগস্টে।


বিশ্বের সবচেয়ে বড় মাছ ধরা প্রতিযোগিতা হয় যেখানে


Previous Post Next Post